কলকাতা ব্যুরো: চলে গেলেন আসানসোলের ইতিহাস রচয়িতা, গাবেষক ও যাত্রাপালার নির্দেশক জগন্নাথ সামন্ত l রবিবার সকলে নিজের বাসভবনে জগন্নাথবাবু শেষ নিশ্বাস ত্যাগ করেন l মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর l তিনি দীর্ঘদিন বয়স জনিত কারণে ভুগছিলেন l তার মৃত্যুতে আসানসোলে শোকের ছায়া নেমে আসে l সুভাষ সমিতি, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, আসানসোল প্রেস ক্লাব, কলকাতা ৩৬১ ওয়েব পোর্টাল সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি জগন্নাথ সামন্তর মরদেহে মাল্যদান করে শেষ বিদায় জানান l তার গাবেষণা ধর্মী বেশ কয়েকটি লেখা কলকাতা ৩৬১ পোর্টালে প্রকাশিত হয় l

Share.
Leave A Reply

Exit mobile version