কলকাতা ব্যুরো: দিন দিন বধিরতা বাড়ছে। কানের সমস্যা শুধু প্রাপ্তবয়স্কদের মধ্যেই যে দেখা যাবে সেই ধারণা এখন অতীত। কিশোর-কিশোরী ও শিশুদের মধ্যেও বেড়ে চলেছে কানের সমস্যা। তাই আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার চারজনের মধ্যে একজন কানে শুনতে পারবেন না বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO)। জন্মগত ত্রুটি, জটিল রোগ, সংক্রমণ জনিত রোগ ও মাত্রারিক্ত শব্দ দূষণ-এর ভয়ঙ্কর পরিণতি দেখে উদ্বেগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা এও মনে করছেন, ২০৫০ সালে বিশ্বের প্রায় ৯০ কোটির বেশি মানুষ কানের সমস্যায় ভুগবেন। ৬০ শতাংশ শিশু শুনতে না পারার মত অবস্থায় চলে যেতে পারে।সমীক্ষায় দেখা গেছে, প্রতি ১০০ জন শিশুর মধ্যে চার থেকে পাঁচ জন কানে শুনতে পায় না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ‘হু’ কানের চিকিৎসায় বিনিয়োগের জন্য আহ্বান দিয়েছে। কারণ, তাঁরা জানিয়েছে এখনি সমস্যার হাল না ধরলে সমস্যা গুরুতর হতে পারে।