কলকাতা ব্যুরো: পুজোর পরে ফের ভোট রাজ্যে৷ বাকি থাকা চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন৷ খড়দহ, শান্তিপুর, দিনহাটা ও গোসাবায় ৩০ অক্টোবর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে৷ গণনা হবে ২ নভেম্বর৷ যে চার কেন্দ্রে ৩০ অক্টোবর ভোট হবে সেগুলি হল- ৭-দিনহাটা, ৮৬-শান্তিপুর, ১০৯ খড়দহ, ১২৭-গোসাবা ৷ কোচবিহারের দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার ৷ সাংসদ পদে থাকার জন্য তাঁরা বিধায়কের পদ ছাড়েন ৷ এছাড়া খড়দার ও গোসাবার দুই তৃণমূল প্রার্থী যথাক্রমে কাজল সিনহা ও জয়ন্ত নস্কর মারা যান ৷ এই চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ৷

নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ যে রাজ্যগুলিতে নির্বাচনের দিন ঘোষণা করা হল, সেখানকার করোনা পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ মোট ১৪টি রাজ্যে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এছাড়া তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোট হবে একইদিনে।

নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা জারি হবে, ১ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ অক্টোবর। মনোনয়ন স্ক্রুটিনি করে দেখা হবে ১১ অক্টোবর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবর। ৩০ তারিখ ভোট এবং গণনার দিন ঠিক করা হয়েছে ২ নভেম্বর।

Share.
Leave A Reply

Exit mobile version