কলকাতা ব্যুরো : পুজোর আগেই চালু হয়ে যাচ্ছে দার্জিলিং মেল। তবে আপাতত এই ট্রেন স্পেশাল নাম দিয়ে চলবে। আগামী ২০ তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে এই ট্রেন পরিষেবা। তবে এখানেই থেমে না থেকে ফেষ্টিভেল স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার এর মাঝে ও। ভারতীয় রেল ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চালাচ্ছে ফেস্টিভাল স্পেশাল ট্রেন। সেই তালিকায় থাকছে পূর্ব রেলের এই দুটি স্পেশাল ট্রেন।

স্পেশাল ট্রেন হাওড়া ও শিয়ালদা থেকে চালাচ্ছে পূর্ব রেল। নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কাঠগোদাম, জম্মু অবধি চলবে এই ট্রেন। দার্জিলিং মেল ছাড়বে স্পেশাল হিসেবে ২০ তারিখ থেকে প্রতিদিন রাত ১০ টা ০৫মিনিটে। এই স্পেশাল যাবে ডানকুনি হয়ে। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে রাত আটটার সময় শিয়ালদহ এসে পৌছবে সকাল ছটায়।

শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত চলবে ফেস্টিভাল স্পেশাল ট্রেন। শিয়ালদা থেকে ছাড়বে ১.৪০ মিনিটে। নিউ আলিপুরদুয়ার পৌঁছাবে সকাল ৬ টা ২৫ মিনিটে। এই ট্রেন যাবে নৈহাটি হয়ে। অন্যদিকে হাওড়া থেকে কাঠগোদাম অবধি চলবে বাঘ এক্সপ্রেস। চলবে মিথিলা এক্সপ্রেসও। এইসব ট্রেন চলবে স্পেশাল হিসেবে। ফলে ভাড়া গুনতে হবে স্পেশাল হিসাবেই। আগামী ১৬ তারিখ থেকে এই ট্রেন গুলির বুকিং চালু করে দেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version