কলকাতা ব্যুরো : মহালয়ায় দক্ষিণেশ্বর মন্দির ও গঙ্গার ঘাটে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। কিন্তু করোনা অতিমারির মধ্যে এত লোকসমাগম হলে হিতে বিপরীত হবার আশঙ্কা আছে। সে জন্য ব্যারাকপুর কমিশনারেট থেকে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হযেছে মন্দির বন্ধের প্রস্তাব জানিয়ে।

মন্দিরের সম্পাদক কুশল চক্রবর্তী জানান, দুরত্ব বিধির কথা মাথায় রেখে সেদিন গঙ্গার ঘাটে যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেবীপক্ষের সূচনায় বহু মানুষ মাতৃ দর্শনে আসেন। তাদের বঞ্চিত করা কতটা ঠিক হবে তা নিয়ে তারা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version