কলকাতা বুরো : সামনের তিন মাস আলু পেয়াঁজ ডিমের দাম কমার কোনো আশা নেই। ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। তথ্য জানাচ্ছে তা আরো বাড়তে পারে নিকট ভবিষ্যতে। একটি কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান জানাচ্ছে দেশে এখন খুচরো মুদ্রাস্ফীতি চলছে। তা আরো বাড়ার আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। গত ৬ বছরে দেশে খুচরো মুদ্রাস্ফীতি সব থেকে বেশি হয় অক্টোবরে। ৭.৬১ শতাংশ।সরকারি তথ্য জানাচ্ছে দেশে এখন যে খুচরো মুদ্রাস্ফীতি চলছে তার ৪৬ শতাংশ দায় ভাগ বর্তাচ্ছে আলু, পেয়াঁজ, ডিম, টমেটো আর মাংসের ওপর। প্রায় রোজই বাড়ছে এই সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।

কেন্দ্রীয় পরিসংখ্যান জানাচ্ছে এই দাম তো কমছে না ই বরং দাম বাড়ার ই আশঙ্কা বেশি। খুচরো মুদ্রাস্ফীতি বাড়ার কারণ হিসাবে জানানো হয়েছে অতিবৃষ্টি ও ভোজ্য তেলের আমদানি আরো মূল্যবান হয়ে ওঠা। ফলনের মুখে অতি বৃষ্টিতে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। দোকান বাজারে অনাজের দাম বাড়ার কারণ এই অতিবৃষ্টি ই।

Share.
Leave A Reply

Exit mobile version