কলকাতা ব্যুরো: কোচবিহার থেকে বহরমপুর গামী একটি দূরপাল্লার বাসে সোমবার রাতে লুটপাটের ঘটনা ঘটলো। জানা গিয়েছে, ধুপগুড়ি থেকে যাত্রী সেজে ওই বাসটিতে ওঠে দুষ্কৃতীরা। ময়নাগুলির কাছে জলঢাকা ব্রিজ সংলগ্ন একটি ফাঁকা এলাকায় গাড়ির চালককে বন্দুক ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে লুটপাট চালায় ওই দুষ্কৃতীরা। এর পরই গাড়ি থেকে নেমে চম্পট দেয় তারা।
Previous Articleরাস্তা ও সেতু মেরামত নিয়ে আজ বৈঠক নবান্নে
Next Article কৃষি বিলের প্রতিবাদে কলকাতায় পথে তৃণমূল