কলকাতা ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল রবিবারের মধ্যরাত কিন্তু তার বেশ কয়েক ঘণ্টা আগেই উপকূলের মাটি ছুঁয়ে ফেললো ঘূর্ণিঝড় গুলাব। রবিবার সন্ধে নাগাদ স্থলভাগে পৌঁছে যায় এই ঘূর্ণিঝড়। তারই মধ্যে সংশ্লিষ্ট দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ পরে সেকথা নিজেই টুইটারে জানিয়েছেন তিনি।

রবিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় প্রধানমন্ত্রীর ৷ দুর্যোগের সময় দক্ষিণের এই রাজ্যকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোদী ৷ একইসঙ্গে, সকলের সুরক্ষা ও সুস্থতাও কামনা করেছেন তিনি ৷ পাশপাশি, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রীর৷ দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই যাবতীয় ব্যবস্থা নিয়েছে ওড়িশা সরকার ৷ সেইসব ব্যবস্থাপনা নিয়েই মোদির সঙ্গে কথা হয় পট্টনায়েকের ৷ তাঁকে কেন্দ্রের তরফে পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী ৷

সূত্রের খবর, রবিবার সন্ধেবেলা অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওড়িশার দক্ষিণ উপকূলের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গুলাব ৷ মৌসম ভবনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ৷ আবহবিদরা বলছেন, সময় যত এগোবে, কলিঙ্গপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগের আরও ভিতরে ঢুকবে এই ঘূর্ণিঝড় ৷ এই এলাকাটুকু পেরোতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা ৷ এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে ইতিমধ্যেই এই এলাকা খালি করতে দেওয়া হয়েছে ৷ বহু বাসিন্দাকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে ৷

Share.
Leave A Reply

Exit mobile version