কলকাতা ব্যুরো: পুরোপুরি লকডাউন ঘোষণা না করলেও, বুধবার রাত আটটা থেকে গোটা মহারাষ্ট্র জুড়ে কার্ফু জারি করল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়ে দেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে খারাপ অবস্থা রাজ্যের। এই পরিস্থিতিতে লকডাউন না করা হলেও কারফিউ জারি করে করোনার মোকাবিলা করতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। এই অবস্থায় শুধুমাত্র জরুরী পরিষেবার জন্য ট্রেন এবং অন্যান্য পরিবহনকে ব্যবহার করা যাবে। আগামী সোমবার থেকে রাজ্যে শুরু হতে যাওয়া মাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দিয়েছে সরকার। এই পর্যায়ে ১৫ দিনের জন্য কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মহারাষ্ট্র এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গিয়েছে। শুধু মুম্বাইতেই একদিনে সাড়ে ছ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৪ লক্ষ। এই অবস্থায় প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারের অভাবে ভুগছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে জরুরী ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্র অনুমতি দিলে অন্যান্য রাজ্য থেকেও অক্সিজেন সিলিন্ডার পাওয়ার ব্যাপারে চেষ্টা করবে সরকার।


গত বছর প্রথম দফার করোনা সংক্রমনে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল মহারাষ্ট্রের। করোনার দ্বিতীয় ঢেউয়েও পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক মহারাষ্ট্র ও বাণিজ্য নগরী মুম্বাইয়ের। ফলে এখনই কড়া পদক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে মনে করছে সরকার। এই অবস্থায় হাসপাতালগুলিতে বেড বাড়ানোর পাশাপাশি বর্তমানে ৫০০ ল্যাবে প্রতিদিন করোনা পরীক্ষা করা হচ্ছে। কিন্তু তা যথেষ্ট নয় বলেই মনে করছেন নাগরিকরা। চারিদিক থেকে যে হাহাকার শুরু হয়েছে তাতে মহারাষ্ট্রে এখনই লোকজনের বেরোনো একেবারে বন্ধ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে বলে, গত সপ্তাহেই সর্বদল বৈঠক ডেকে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version