কলকাতা ব্যুরো: দোলের আগের রাত থেকে উত্তপ্ত বীরভূমের সিউড়ি। স্থানীয় পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি। তবে কে বা কারা বোমাবাজি করল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করে পুলিশ। সিউড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সিউড়ি পুরসভার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাঁও। তাঁর ছেলে বিক্রমজিৎ যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। অন্যান্য দিনের মতোই রবিবার রাতে খাবার শেষে ঘুমোতে যান ভাইস চেয়ারম্যান। সেই সময় আচমকাই প্রচণ্ড শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়েন ভাইস চেয়ারম্যান-সহ তাঁর পরিবারের প্রায় সকলেই।

আতঙ্কিত অবস্থাতেই বাড়ির দরজা খুলে বেরন তাঁরা। দেখেন বোমা পড়েছে। বাড়ির দরজা বন্ধ থাকায় কেউ চোটাঘাত পাননি। তবে ওই বাড়ির পাঁচিল এবং দরজায় বোমাবাজির ছাপ স্পষ্ট। এছাড়াও বোমাবাজিতে বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্তও হয়।

খবর পাওয়ামাত্রই সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুরসভার ভাইস চেয়ারম্যান এবং তাঁর ছেলের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। তবে কে বা কারা বোমাবাজি করল, সে বিষয়ে নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেননি সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাঁও। তাঁর মতে, এলাকায় সন্ত্রাস ছড়াতেই বোমাবাজি করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Share.
Leave A Reply

Exit mobile version