কলকাতা ব্যুরো: রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election) কেন্দ্র করে জমজমাট রাজ্য বিধানসভা। তবে, শুধু নির্বাচন নয়, বিতর্কে জমজমাট বিধানসভার অলিন্দ্যও। রবিবার থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) আবহে আলোচনায় উঠে এসেছে বিজেপি বিধায়কদের হোটেল সংস্কৃতি। যেভাবে ক্রস ভোটিং রুখতে তড়িঘড়ি বিজেপি বিধায়কদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) চলাকালীন যার বিরোধিতা করে টুইট পর্যন্ত করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

টুইট বার্তায় অভিষেক লিখেছেন, কর্মের কোনও মেনু নেই। আপনার যা প্রাপ্য, তা আপনি পরিবেশন করেন। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে সর্বদা জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে। এমনকী ওই টুইটে বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’ নিয়ে ঠাট্টাও করেন অভিষেক। লেখেন, হাস্যকর লাগছে, অন্যান্য রাজনৈতিক দলের বিধায়কদের বন্দি করার পরিবর্তে, বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’ তাদের উপরেই ভারী পড়ল! সত্যিই, বাংলা রাস্তা দেখালো।

পাশাপাশি এদিন বিধানসভায় ভোটের লাইনে দাঁড়িয়ে একই সুর শোনা গিয়েছে তৃণমূলের সংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) গলায়। তিনি বলেন, এতদিন বিজেপি অন্য দলের বিধায়কদের হোটেলে রেখে বিধায়ক কেনাবেচা করত। এখন নিজের দলের বিধায়কদের প্রতিও আর বিশ্বাস রাখতে পারছে না। আর সে কারণেই তাঁদের হোটেলে নিয়ে যেতে হচ্ছে।

যদিও, বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, কোনও অবিশ্বাস নয় বরং সকলে একসঙ্গে উৎসবের মেজাজে রাষ্ট্রপতি নির্বাচনে যোগদান করার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজেপির আরেক বিধায়ক বলেন, শাসক দলের বিজেপির কথা না ভেবে, নিজের ঘর সামলানোর কথা ভাবা উচিত কারণ দিনের শেষে দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন অনেক তৃণমূল বিধায়ক।

মোটের উপর একদিকে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন চলছে। আর অন্যদিকে, একই সঙ্গে চড়ছে শাসক-বিরোধী তরজার পারদও। তবে কোনওভাবেই ক্রস ভোটিং বিতর্ক থামছে না রাজ্য বিধানসভায় ৷

Share.
Leave A Reply

Exit mobile version