কলকাতা ব্যুরো: হাইকোর্টের নির্দেশে এবার কড়াকড়ির জেরে শুধু শব্দ বাজি নয়, আলোর বাজিও নিষিদ্ধ রাজ্যে। ফলে চোরাগোপ্তা কিছু বাজি শহরের বা রাজ্যের নাগরিকদের একটা বড় অংশই কিন্তু এবার বাজি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন।

করোনা আবহে বাজি নিষিদ্ধ করা শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, নাগরিকদের সচেতনতাও যে একটা বড় ভূমিকা নেবে, তা আগেই জানিয়েছিল হাইকোর্ট। আর তাই এবার বাজি জ্বালানো যাবে না বুঝেই, বহু পুজোর উদ্যোক্তারা এবার ফানুস ছেড়েছেন।

কালীপুজোর বিকেল থেকেই শহরের দক্ষিণের তুলনায় উত্তরেই বেশি ফানুস ওড়ানো হয়েছে। বড় বড় ফানুস তৈরি করেছেন উদ্যোক্তারা নিজেরাই।

তারপরে তা জ্বালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। উত্তর এবং মধ্য কলকাতায় এবার বড় বড় ফানুস দেখা গিয়েছে উড়তে। শুধু ক্লাব নয়, বহু আবাসনও এবার নিজেদের আনন্দ খুঁজে নিয়েছেন ফানুস জ্বালিয়েই।

Share.
Leave A Reply

Exit mobile version