কলকাতা ব্যুরো; আগামীকাল সোমবার, দুপুর ১টায় কলকাতা প্রেস ক্লাবে #’জবাব দিন জনতাকে’ শীর্ষক একটি বই প্রকাশিত হবে। মুখ‍্যমন্ত্রী ও রাজ‍্য সরকারের কাছে বিধানসভায় বাম পরিষদীয় দল এবং বাম – কংগ্রেস পরিষদীয় দলের পেশ করা চিঠিগুলির সংকলন নিয়ে এই বই। উপস্থিত থাকবেন সূর্য মিশ্র, আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী এবং অন্যান্যরা।

Share.
Leave A Reply

Exit mobile version