কলকাতা ব্যুরো; আগামীকাল সোমবার, দুপুর ১টায় কলকাতা প্রেস ক্লাবে #’জবাব দিন জনতাকে’ শীর্ষক একটি বই প্রকাশিত হবে। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের কাছে বিধানসভায় বাম পরিষদীয় দল এবং বাম – কংগ্রেস পরিষদীয় দলের পেশ করা চিঠিগুলির সংকলন নিয়ে এই বই। উপস্থিত থাকবেন সূর্য মিশ্র, আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী এবং অন্যান্যরা।
Previous Articleশুধু মাতৃ আরধনাতেই সীমিত এবারের আহিড়ীটোলা সার্বজনীন দুর্গোৎসব
Next Article মেয়েদের বিয়ের বয়স নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত কেন্দ্রের