কলকাতা ব্যুরো: নিজেদের চাল-চুলো না থাকলেও, বিজেপিকে খাটো করতে চেষ্টার কসুর করছে না রাজ্য সিপিএম। শুধু সিপিএমে নয়, তার সঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছে কংগ্রেস। বিহারে বিজেপির এককভাবে ভালো ফল নিয়ে যখন চারিদিকে আলোচনা, তখন এ রাজ্যের বাম ও কংগ্রেস জুটি তথ্য নিয়ে বসে পড়ল দেশের কোন রাজ্যে বিজেপি কত ভোট কমেছে, তার হিসেব দিতে।


একদিকে সিপিএমের সুজন চক্রবর্তী, অন্যদিকে কংগ্রেসের আব্দুল মান্নান- কাগজ-কলম নিয়ে বসে বোঝাতে চাইলেন মহারাষ্ট্র, বিহার থেকে অন্যান্য রাজ্যে কত ভোট কমেছে বিজেপির। যদিও বিহার বিধানসভার পাশাপাশি যে সব রাজ্যে উপনির্বাচন হয়েছে, তাতেও বিজেপি নিজেদের আগের তুলনায় ভালো ফল করেছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু সংখ্যাতত্ত্ব হিসেবে নিয়ে টিভি ক্যামেরার সামনে সিপিএম আর কংগ্রেস এর এ রাজ্যের নেতারা প্রমাণ করতে নেমে পড়েছেন বিজেপি ক্ষয় হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version