কলকাতা ব্যুরো: ১৬ টি সংগঠনের ডাকা এবং বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থিত বন্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বিক্ষোভ-অবরোধ এর চিত্র ধরা পড়েছে । রেল বেসরকারিকরণ কেন্দ্রের জনবিরোধী নীতি ইত্যাদি বেশ কয়েকটি দাবি নিয়ে আজ বন্ধ ডেকেছে ১৬ টি ট্রেড ইউনিয়ন।

সেই বন্ধুকে সমর্থন করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই বন্ধ কে কেন্দ্র করে বিক্ষোভ এবং অবরোধ এর চিত্র ধরা পড়েছে । সেন্ট্রাল এভিনিউ এবং চাঁদনী স্টেশন ফরওয়ার্ড ব্লক এর নেতৃত্বে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। রাজাবাজারে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। নিউটাউন এবং লেকটাউনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। আগরপাড়া স্টেশন অবরোধ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুর, ডায়মন্ডহারবার ইত্যাদি এলাকায় ওভারহেড তারে কলাপাতা ফেলে বন্ধ সমর্থকরা ট্রেন আটকে দিয়েছেন। চুঁচুড়া এবং চন্দননগর স্টেশন অবরোধ চলছে। হাওড়া এবং শিয়ালদা শাখায় বিভিন্ন স্টেশনে সমর্থকদের বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। ঝাড়গ্রাম, মেদিনীপুর স্টেশনে রেল অবরোধ হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version