কলকাতা ব্যুরো: করোনার উৎপত্তি নিয়ে আরও একবার সংবাদ শিরোনামে চিন। আমেরিকার রিপাব্লিকান পার্টি সোমবার এক রিপোর্ট পেশ করে দাবি করে, চিনের উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছিল করোনা। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির বৈজ্ঞানিকেরা মানুষকে সংক্রমিত করার জন্য ভাইরাসের মধ্যে পরিবর্তন করছিলেন বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। মার্কিন রিপাব্লিকান পার্টির সাংসদ এবং বিদেশ বিষয়ক কমিটির প্রধান মাইক ম্যাকল এই রিপোর্টটি পেশ করেন।

এর আগে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও করোনা নিয়ে চিনকে বিঁধেছিলেন। তবে এব্যাপারে নিশ্চিত হতে দ্বিতীয় দফায় সেখানে পরিদর্শনের পরিকল্পনা করেছিল WHO। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই ইচ্ছায় সম্মতি দেয় নি চিন। WHO-এর পরিকল্পনা খারিজ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ভাইরাস প্রথমে উহানে এবং সেখান থেকে পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠলেও চিন সেই রিপোর্ট খারিজ করে দিয়েছে।

চিনের বিরুদ্ধে বিশ্বজুড়ে করোনা ভাইরাসকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও উহানের ল্যাব থেকে করোনা ছড়িয়ে পড়ার অভিযোগ বারেবারেই অস্বীকার করে এসেছে চিন। তবে ২০১৯ সালে চিনের উহানেই প্রথম করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়। অনেক বিশেষজ্ঞও মনে করেন, চিন থেকেই ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যদিও এই অভিযোগ এখনও প্রমানিত নয়।

অন্যদিকে বিশেষজ্ঞদের কেউ কেউ আবার মনে করেন, উহান সি ফুড বাজারে প্রাণীদের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় করোনা। এর আগে আমেরিকার গোয়ন্দা সংস্থাগুলি জানিয়েছিল তারা মনে করে, মানুষ এই ভাইরাস তৈরি করেনি এবং এটিকে জিনগতভাবে পরিবর্তন করা হয়নি। এদিকে এক বছর পরে ফের চিনে দেখা দিয়েছে কোভিড সংক্রমণ। সোমবার ইউহান প্রশাসনের তরফে জানানো হয়েছে, শহরের পরিযায়ী শ্রমিকদের মধ্যে সাত জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

দীর্ঘ এক বছর পরে সেই একই ঘটনা ঘটল। আর তারপরই নড়েচড়ে বসলো উহান প্রশাসন। ইতিমধ্যে সব বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। গণহারে নমুনা পরীক্ষাও শুরু হয়েছে। মঙ্গলবার চিনে ৬১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরের কর্মীদের মধ্যেও অনেকে আক্রান্ত হয়েছেন। উহানের পাশাপাশি রাজধানী বেজিং-সহ অন্যান্য প্রদেশেও শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ধীরে ধীরে টেস্টিংয়ের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক জায়গায় জারি হয়েছে কোভিড সংক্রান্ত একাধিক বিধিনিষেধও।

Share.
Leave A Reply

Exit mobile version