কলকাতা ব্যুরো: চূড়ান্ত পর্বের ট্রায়াল আপাতত বন্ধ রাখছে জনসন এন্ড জনসন। সপ্তাহ দুয়েক আগেই শুরু হয়েছে ওই সংস্থার তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের ট্রায়াল। ৬০ হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে তা প্রয়োগ করার কথা। এর মধ্যে ভ্যাকসিন প্রয়োগে একজন স্বেচ্ছাসেবক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আপাতত ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার শারীরিক পরিস্থিতির পর্যালোচনার পর এবিষয়ে পৰৱৰ্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ওই সংস্থার ভ্যাকসিনটি সিঙ্গল ডোজের।
তবে করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধে এটিই প্রথম ঘটনা নয়। এর আগে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল ও বন্ধ রাখতে হয়েছিলো তা প্রয়োগের পর স্বেচ্ছাসেবকের দেহে কিছু উপসর্গ দেখা দেওয়ায়। ব্রিটেন, আমেরিকা , ভারতে তা বন্ধ রাখা হয়েছিলো। পরে পরীক্ষা করে দেখা যায়, ভ্যাকসিন প্রয়োগের কারণে নয়, অন্য কারণে ওই ব্যক্তির দেহে ওই উপসর্গ দেখা দেয়। তারপর ফের শুরু হয় ওই ভ্যাকসিনের ট্রায়াল।

Share.
Leave A Reply

Exit mobile version