কলকাতা ব্যুরো – শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনা টিকাকরণ। প্রথম দিনে তিন লক্ষ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। মোট ২,৯৩৫টি জায়গায় চলবে টিকাকরণ প্রক্রিয়া। শনিবার ভ্যাকসিনেশনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগ সূত্রে খবর, প্রধানমন্ত্রীর টিকাকরণ কর্মসূচির সূচনা নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত রূপরেখা তৈরি শুরু হয়েছে। টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর বেশ কিছু শহরের স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলতে পারেন নরেন্দ্র মোদী। করোনা টিকাকরণের জন্য ইতিমধ্যেই দেশজুড়ে ৩০০০টি কেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী কালে তার সংখ্যা বাড়িয়ে করা হবে ৫০০০।

দেশে টিকাকরণের প্রথম দফায় ৩ কোটি প্রথম সারির করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরবর্তী দফায়  ৫০ বছরের বেশি বয়সের ব্যাক্তি এবং যাঁদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো কো-মর্বিডিটির সমস্যা রয়েছে, তাদের দেওয়া হবে টিকা। এই দ্বিতীয় দফায় ২৭ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। জানা গিয়েছে , প্রতিদিন কেন্দ্রেগুলির এক একটিতে মোট ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া যাবে। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড নাকি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, প্রতি গ্রাহককে দুটি ভ্যাকসিনের মধ্যে বেছে নিতে হবে একটি। এমনটাই সূত্রের খবর।

Share.
Leave A Reply

Exit mobile version