কলকাতা ব্যুরো: গত ২৪ ঘণ্টাতেও দেশে দৈনিক সুস্থতা ছাপিয়ে গেল দৈনিক আক্রান্তের সংখ্যাকে। এই নিয়ে পরপর দুদিন। দৈনিক সুস্থতায় বিশ্বরেকর্ডও হল এই দুদিন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯২,৬০৫ জন। এইসময়ে সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪,৬১২ জন।

যদিও দৈনিক সংক্রমণে রবিবার পর্যন্ত টানা ৪৫ দিন বিশ্বে এক নম্বর স্থানটা ভারতেরই আছে। সুস্থতার হার এখন ৭৯.৬৮। এই হার শনিবারের চেয়ে অবশ্য কমেছে। কমেছে মৃত্যুহারও। রবিবারের পরিসংখ্যানে এই হার ১,৬১।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১,১৩৩ জন। ফলে দেশে রবিবার পর্যন্ত ৮৬,৭৫২ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। দেশে মোট আক্রান্তের সংখ্যা রবিবার পর্যন্ত ৫৪,০০,৬৯ আর মোট সংক্রমণ মুক্তের সংখ্যা ৪৩,০৩,০৪৩।

Share.
Leave A Reply

Exit mobile version