কলকাতা ব্যুরো: দেশের মধ্যে সাড়ে সাত মাস পরে রেকর্ড সংখ্যক ট্রেন চালু করে ও কলকাতায় মানা যাচ্ছে না করোনা বিধি। ট্রেন চালানো র দ্বিতীয় দিনে সকাল থেকে ট্রেনে ভিড় সামাল দেওয়া মাথাব্যথা হয়ে উঠেছে রেল পুলিশের। ফলে আরো বেশি ট্রেন চললে তাহলেই এই সমস্যা সামাল দেওয়া যাবে বলে দাবি রাজ্য সরকারের। আজ ভবানী ভবনে রেল ও রাজ্যের মধ্যে ফের বৈঠক হচ্ছে। ট্রেন চালানোর দ্বিতীয় দিনেই সমস্যা গুলি নিয়ে আলোচনা করতে চায় দু পক্ষ। কিন্তু ওই বৈঠকেই রেলকে আরো বেশি ট্রেন চালানোর জন্য অনুরোধ করতে পারে রাজ্য। রাজ্যের যুক্তি, ট্রেন বাড়লেই ভিড় হওয়ার সমস্যা কমবে।
ইতিমধ্যেই ক্যাবিনেট বৈঠকের পরে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেছিলেন, আরো ট্রেন চালানোর জন্য রেলকে বলা হবে। বেশি ট্রেন চললে দুরত্ব মানা সম্ভব হবে। যদিও বাস্তবে এই যুক্তি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সব পক্ষেরই। ব্যক্তিগত স্তরে অফিসার রা বলছেন, কেননা এ রাজ্যের শহরতলীর লক্ষ্য লক্ষ্য মানুষ প্রতিদিন কাজের সূত্রে ট্রেনে করে কলকাতা ও হাওড়ায় আসেন। কিন্তু গত সাড়ে সাত মাস ধরে ট্রেন বন্ধ থাকায় তাদের একরকম রুটিরুজি বন্ধ হওয়ার যোগাড় হয়েছিল। এই অবস্থায় ট্রেন চালুর পর সেখানে আর বিধিনিষেধ মানতে পারছেনা যাত্রীরা। তাড়াতাড়ি নিজের রুটিরুজি বাঁচাতেই বিধি না মেনেই উঠে পড়েছেন ট্রেনে। যত ট্রেন চালু হবে এই ভিড় ততো বাড়বে বলেই মনে করছেন নিত্যযাত্রীরাও। কারণ এখনো বেশ কিছু যাত্রী বিকল্প পথে বেশি পয়সা খরচ করে তাদের কাজের জায়গায় যাতায়াত করছেন। তারাও আরেকটু দেখে নিয়েই ট্রেনে পা ফেলতে চাইছেন।