কলকাতা ব্যুরো: পিংপং বলের মতো করোনা সংক্রমণ ৫০ হাজারের এদিক ওদিক দুলছে। ২৪ ঘণ্টার ব্যবধানে আবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নেমে গেল। কমে হল ৪৫,৬৭৪। ১৯ অক্টোবরের পর আর কখনও ৬০ হাজারের ওপর ওঠেনি দৈনিক সংক্রমণ। তবে মোট সংক্রমণ কোটির ঘর ছোঁয়ার লক্ষ্যে আরও এককদম এগিয়ে গেল। ধীরে হলেও পরিসংখ্যান সেদিকে এগোচ্ছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা রবিবার পর্যন্ত ৮৫ লক্ষ পার হয়ে গেল (৮৫,০৭,৭৫৪)। তবে অ্যাক্টিভ পজিটিভ আরও খানিকটা কমে হল ৫,১২,৬৬৫।
অ্যাক্টিভ পজিটিভ সবচেয়ে বেশি বাড়ছে দিল্লি, হরিয়ানা ও হিমাচল প্রদেশে। দৈনিক মৃত্যু ৫০০-র নীচে নামছে না এখনও। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ৫৫৯। ফলে দেশে করোনার মোট বলির সংখ্যা দাঁড়াল ১,২৬,১২১। একমাত্র সুস্থতার হার ভালো থাকাটাই স্বস্তি দিচ্ছে। রবিবারের পরিসংখ্যানে এই হার ৯২.৪৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯,০৮২। মোট করোনামুক্ত এখন ৭৮,৬৮,৯৬৮ জন।