কলকাতা ব্যুরো: পরিসংখ্যান দেখে মনে হতে পারে, দেশ থেকে করোনা আপদ বিদায় নিতে চলেছে। দৈনিক সংক্রমণ কয়েকদিন ৫০ হাজারের কম থাকার পর গত ২৪ ঘণ্টায় নেমে গেল ৪০ হাজারের নীচে।
এইসময়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৮,৩১০। জুলাইয়ের পর এত কম দৈনিক সংক্রমণ আর রেকর্ড হয়নি। দৈনিক মৃত্যুও ৫০০-র নীচেই রয়েছে (৪৯০)। দেশে এখন অ্যাক্টিভ পজিটিভ সাড়ে ৫ লক্ষের নীচে নেমে হল ৫,৪১,৪০৫। এই সংখ্যা মোট আক্রান্তের ৬.০৩ শতাংশ। অথচ গত ২১ সেপ্টেম্বর এই হার ছিল ২১.১৬। সুস্থতার হার বেড়ে পৌঁছলো ৯১.৯৬-এ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮,৩২৩ জন। দেশে মঙ্গলবার পর্যন্ত মোট করোনামুক্ত হলেন ৭৬,০৩,১২১। মোট আক্রান্ত ৮২,৬৭,৬২৩। মৃতের মোট সংখ্যা ১,২৩,০৯৭।
দ্বিতীয় ওয়েভ না এলে এবং শীতে সংক্রমণ না বাড়লে করোনা বিদায় হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই পরিণতি নিশ্চিত নয় বলে বিশেষজ্ঞরা লাগাতার সতর্ক করে চলেছেন। চিকিৎসকদেরও বক্তব্য, সাবধান না থাকলে যেকোন সময় উল্টে যেতে পারে পরিস্থিতি।