কলকাতা ব্যুরো: অনেক নামল সংক্রমণ। ২৭ দিন পর দৈনিক মৃত্যুও নামল হাজারের নিচে। দৈনিক সংক্রমণে অবশ্য ভারত এখন বিশ্বে এক নম্বরে। মঙ্গলবার পর্যন্ত টানা ৫৩ দিন। তবে দৈনিক সুস্থতা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭০,৫৮৯। আগের দিনের ৮২,১৭০ থেকে অনেকটাই কম। অন্যদিকে, দৈনিক সুস্থতা বেড়ে হল ৮৪,৮৪৪, আগের দিনের ৭৪,৮৯৩ থেকে অনেকটা বেশি। মোট সংক্রমণ পার হল ৬১ লক্ষ। মঙ্গলবারের পরিসংখ্যানে সংখ্যাটা ৬১,৪৫,২৯৩। করোনামুক্ত হয়েছেন মোট ৫১,০১,৩৯৮ জন। সুস্থতার হার এখন ৮৩.০১। এই প্রথম এই হার ছুঁয়ে ফেলল দেশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭৬। মৃত্যুহার এখন ১,৫৭। দেশে মোট মৃত্যু ইতিমধ্যে ৯৬ হাজার পার হয়ে গেল। যদিও খুব নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। সামনে দুর্গোৎসব। ভিড়, মেলামেশা, একসঙ্গে খাওয়াদাওয়া বাড়বে। তাতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা ষোলোআনা। যেমন হয়েছে কেরলে।

দক্ষিণের এই রাজ্যে করোনা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছিল। ওনাম উৎসবের সময় সতর্কতা শিকেয় ওঠে। পরিণাম হল, উৎসব শেষ হওয়ার দু সপ্তাহ পর থেকে চড়চড় করে বাড়ছে করোনা সংক্রমণ। আমাদের রাজ্যেও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য দপ্তর চিন্তায় আছে। কেননা, তাহলে আবার হাসপাতালে কোভিড চিকিৎসার বেড নিয়ে টানাটানি পড়তে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version