কলকাতা ব্যুরো: নিশ্চিত ভাবে বলার সময় আসেনি যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে। গত কয়েকদিন ধরে করোনা গ্রাফের নিম্নমুখী প্রবণতা গত ২৪ ঘণ্টায় যেন আচমকা ব্রেক কষেছে। শুধু তাই নয়, আবার বেড়েছে দৈনিক সংক্রমণ। মঙ্গলবারের পরিসংখ্যানে দৈনিক সংক্রমণ ছিল ৩৬,৪১০। গত ২৪ ঘণ্টায় সেই পরিসংখ্যানটাই হয়ে গেল ৪৩,৮৯৩। যদিও বুধবার পর্যন্ত পরপর তিনদিন দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচেই আছে। অ্যাক্টিভ পজিটিভও রয়েছে ৬ লক্ষের নিচে। এদিন পর্যন্ত মোট সংক্রমণ ৭৯,৯০,৩২২-এর ৭.৬৪ শতাংশ এখন অ্যাক্টিভ পজিটিভের হার।

অ্যাক্টিভ পজিটিভ এখনও সবচেয়ে বেশি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে। দৈনিক সংক্রমণ বেড়ে চলেছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে।তবে সুস্থতার হার আরও বেড়ে হল ৯০.৮৫। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫৮,৪৩৯ জন। দেশে সংক্রমণ মুক্তের মোট সংখ্যা হয়ে গেল ৭২,৫৯,৫০৯। দৈনিক মৃত্যু অবশ্য আবার ৫০০-র ওপরে উঠল গত ২৪ ঘণ্টায় (৫০৮)। দেশে মৃতের মোট সংখ্যা এখনও পর্যন্ত ১,২০,০১০।

Share.
Leave A Reply

Exit mobile version