কলকাতা ব্যুরো: কলকাতার জন্য স্বস্তির খবর। দৈনিক সংক্রমণ ৪০০-এর নিচে নেমে গেল কলকাতায়। আক্রান্তের চেয়ে সংক্রমণ মুক্তের সংখ্যা অনেক বেশি।
কাঁটা একটাই, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা তুলনায় অনেকটা বেশি। একদিনে ১৭ জন মারা গিয়েছেন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন, সুস্থ হয়েছেন ৬১৭ জন।
কলকাতার খবর কিছুটা স্বস্তিদায়ক হলেও আবার দুশ্চিন্তায় ফেলে দিল উত্তর ২৪ পরগনা। একদিনে কলকাতার চেয়ে দেড় গুণের বেশি সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত এই জেলায় ৭২৮ জন। সংক্রমণ মুক্তের সংখ্যাও এর চেয়ে কম। সুস্থ হয়েছেন ৬১৪ জন। তবে তুলনায় মৃত্যু কম। একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের।
হাওড়ায় সংক্রমণ কম, কিন্তু মৃত্যু অস্বাভাবিক বেশি। ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫০, তুলনায় সুস্থ হয়েছেন ভালোই, ২৫৪ জন। কিন্তু মৃত্যুর সংখ্যা ১১। দক্ষিণ ২৪ পরগনাতেও মৃত্যু খানিকটা বেশি। একদিনে ৫ জন, আক্রান্ত ১৩৭, সুস্থ ২০৭।
সামগ্রিক ভাবে রাজ্যের করোনা পরিস্থিতি কিন্তু স্থিতিশীলই। দৈনিক সংক্রমণ, মৃত্যু ও সুস্থতা একদম গত কয়েকদিনের রেঞ্জেই। আক্রান্ত ২৯৭৬, মৃত্যু ৫৬ ও সুস্থ ৩২৯৭ জন। সুস্থতার হার ৮২.৫৩। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৭, সুস্থ ১০৬ ও মৃত্যু ২। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ১৪৪, সুস্থ ২১৫ ও মৃত্যু ৩। মুর্শিদাবাদে ওই পরিসংখ্যানগুলো হল যথাক্রমে ৫৪, ৮৪ ও ২। পশ্চিম বর্ধমানে ১০৮, ১৭২ ও ১। নদিয়ায় ৭০, ১৫২, ১ এবং বীরভূমে ৪০, ৪৮ ও ১।
রাজ্যে বুধবার পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ১,৬৮,৬৯৭। সংক্রমণ মুক্ত হয়েছেন মোট ১,৪০,৯১৩। মৃত্যু ৩,৩৩৯ জনের। আজ করোনা টেস্ট হয়েছে ৪৪,১২৮ জনের। এর ফলে রাজ্যে আজ পর্যন্ত মোট ১৯,৭৫,৪৯৩ জনের কোভিড টেস্ট হল।