কলকাতা ব্যুরো: রাজ্য আজও করোনা পরিস্থিতি স্থিতিশীল। দৈনিক সংক্রমণ সেই তিন হাজার ছুঁইছুঁই। সুস্থের সংখ্যা ৩২০০-র কাছাকাছি। মৃত্যু ৫০ থেকে ৬০-এর মধ্যে। তেমন ওঠাপড়া নেই।
জেলাগুলোতে পরিস্থিতি কিন্তু পরিসংখ্যান অনুযায়ী উন্নতির দিকে। কিন্তু সামগ্রিক ভাবে উন্নতি হচ্ছে, এ কথা বলার সময় আসেনি। কয়েকদিন স্থিতিশীল থাকলে গ্রাফ নামবে বলে অনেকে আশা করছেন বটে। কিন্তু জাতীয় স্তরে দিন কয়েক স্থিতিশীল থাকার পর হঠাৎ সংক্রমণে বিরাট লাফের পর সেই সম্ভাবনা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে কিন্তু গ্রাফ নিম্নমুখী। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৭, সুস্থ ৫৯৩ ও মৃতের সংখ্যা ১১। উত্তর ২৪ পরগনায় এই তিন পরিসংখ্যান হল যথাক্রমে ৫৫৪, ৭৩০ ও ১৪। হাওড়ায় আক্রান্ত ৯২, সুস্থ ১৮৪ ও মৃত ৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংখ্যাগুলি ১৯১, ২৪১ ও ৪। হুগলিতে ১১০,৩১১ ও ২। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের পরিসংখ্যান হল ২৯৮২।
সুস্থ হয়েছেন এই সময়ে ৩২৮৬ জনের। মৃত্যু ৫৬। ফলে রাজ্যে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৫৩,৭৫৪। আর করোনা মুক্ত হলেন মোট ১,২৪,৩৩২ জন। মোট মৃত্যু ৩,০৭৩। সুস্থতার হার আজকেও ৮০ পেরিয়ে ৮০.৮৬। করোনা টেস্ট হয়েছে আজ ৪২,১২১ জনের। এপর্যন্ত মোট টেস্ট হল ১৭,৫৮,৭২৮।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে মৃত্যুর পরিসংখ্যান ধরলে পূর্ব মেদিনীপুরে ৩, পশ্চিম মেদিনীপুরে ১, পশ্চিম বর্ধমানে ৪, বাঁকুড়ায় ৩, বীরভূমে ২, মুর্শিদাবাদে ২ ও নদিয়ায় ২ জন।