কলকাতা ব্যুরো: পুজোর বেশ কিছুদিন আগেই রাজ্যের করোনা ৩ লক্ষ ছুঁয়ে ফেলবে। প্রবণতা দেখে বোঝা যাচ্ছে, মঙ্গলবার সন্ধের মধ্যে ৩ লক্ষ পেরিয়ে যাবে বাংলার করোনা সংক্রমণ। সোমবার রাতে সংখ্যাটা পৌঁছে গিয়েছে ২,৯৮,৩৮৯-এ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫৮৩। রবিবারের চেয়ে সামান্য কম বটে, কিন্তু চারদিকে একটাও ভালো খবর নেই। স্থিতিশীল শারীরিক অবস্থা বলা হলেও চিকিৎসকদের বক্তব্য, একেবারে ভালো নেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা। তাঁকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সংক্রমণ বাড়তে থাকলেও কমতে শুরু করেছে করোনা টেস্ট।

সোমবার টেস্টের সংখ্যা কমে ৪০,০৫৬ হয়েছে। পূজোর সময় করোনা সংক্রমণ অনেক বেড়ে যাবে ধরে নিয়ে রাজ্য সরকারও মনে হচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় আগাম নানা ব্যবস্থা গ্রহণ শুরু করে দিয়েছে। বিশেষ করে কলকাতা ও হাওড়ায় কোভিড হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে। সোমবারই বাঙুর হাসপাতালে ৫৬টি নতুন কোভিড বেড চালু হয়েছে। দুসপ্তাহের মধ্যে আরও ৪৯৬টি বেড বাড়ানো হবে।
হাওড়ার বালটিকুড়ির কোভিড হাসপাতালে আজ ৪৮টি নতুন বেড চালু হয়েছে। এদিন সন্ধ্যায় বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করে রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৫০০টি কোভিড বেড বাড়বে বেসরকারি হাসপাতালে। সরকারি কোভিড হাসপাতালের জন্য খুব শিগগির ২,৪৭৫ জন নার্স নিয়োগ করা হবে।
বেসরকারি ক্ষেত্রে করোনা টেস্টের খরচ আরও কমিয়ে ১,৫০০ টাকা বেঁধে দিল রাজ্য সরকার। করোনা আক্রান্তদের জন্য সরকারি অ্যাম্বুলেন্সে কোন চার্জ লাগবে না। বেসরকারি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কলকাতা ও শহরতলি এলাকায় সর্বোচ্চ ভাড়া হবে ৩ হাজার টাকা। এসি অ্যাম্বুলেন্সের জন্য কিলোমিটার প্রতি ২৫ ও নন এসি অ্যাম্বুলেন্সের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ২০ টাকা।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭১৭ জন, সুস্থ হয়েছেন ৬২৯ জন। এই দুই পরিসংখ্যান উত্তর ২৪ পরগনায় ৭৫৯ ও ৬৮৬, দক্ষিণ ২৪ পরগনায় ২১৯ ও ১৯৫, পশ্চিম মেদিনীপুরে ১৩৬ ও ৬৮, হাওড়ায় ২২৮ ও ১৪৭ ও নদিয়ায় ১৬৯ ও ১১৪ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৬০। শুধু কলকাতাতেই মৃতের তালিকায় ১৯ জন। এছাড়া উত্তর ২৪ পরগনায় ১৬, দক্ষিণ ২৪ পরগনায় ৮, পশ্চিম মেদিনীপুরে ৩, হাওড়ায় ২ ও নদিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। ১ জন করে মৃতের সংখ্যা পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও হুগলিতে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩,১৫৫ জন। ফলে রাজ্যে মোট করোনামুক্ত হলেন ২,৬২,১০৩ জন।

Share.
Leave A Reply

Exit mobile version