কলকাতা ব্যুরো: আমাদের দেশে গোষ্ঠী সংক্রমণ স্বীকার করে না সরকার। হার্ড ইমিউনিটিও তৈরি হয়নি বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এদিকে সংক্রমণ বেড়েই যাচ্ছে দেশে। রাজ্যে দৈনিক সংক্রমণ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকারও কোন ব্যাখ্যা নেই। ফলে রোজ করোনার খতিয়ানে চোখ রাখা ছাড়া আর কোন উপায় নেই আমাদের।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,১৫৫ জন। আগের দিনের চেয়ে সংখ্যায় ৩০ কম। এই সময়ে করোনামুক্তের সংখ্যা ২,৯৪৩, আগের দিনের চেয়ে ৩ কম। সুস্থতার হার আজ ৮৭.৬৭। করোনা টেস্টও কমে গেল আজ। রাজ্য স্বাস্থ্য দপ্তর দৈনিক টেস্ট একসময় ৪৭ হাজার পর্যন্ত উঠিয়েছিল। তারপর বেশ কিছুদিন সংখ্যাটা ৪৫ হাজারের ওপর ছিল। তারপর গত তিনদিন ৪৩ হাজারের ওপর ছিল।
সোমবার সেটা আরও কমে ৪১,২৮১ হয়ে গিয়েছে। করোনা শণাক্তকরণের উদ্যোগ কমিয়ে ফেলার কারণ কেউ জানায়নি। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা সোমবার পর্যন্ত ২,৫০,৫৮০, করোনামুক্ত হলেন মোট ২,১৯,৮৪৪। রাজ্যে করোনার মোট বলি ৪,৮৩৭। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৬। তবে এই নিয়ে পরপর দুদিন উত্তর ২৪ পরগনায় দৈনিক মৃত্যু ১০-এর নিচে আছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা ৮। কলকাতায় মৃত্যু অবস্থা একইরকম।
গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১৫ জনের। এছাড়া হাওড়ায় ৯, পশ্চিম মেদিনীপুরে ৬, হুগলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। ২ জন করে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে। নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ও পূর্ব বর্ধমানে ১ জন করে মৃত্যু হয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬১৮, সংক্রমণ মুক্ত ৪৭২। হাওড়ায় ওই দুই পরিসংখ্যান ১৮৫ ও ১৯৯, উত্তর ২৪ পরগনায় ৬৫৮ ও ৩৮৫, পশ্চিম মেদিনীপুরে ১২৩ ও ১৫৪, হুগলিতে ১১৬ ও ১৪১, দক্ষিণ ২৪ পরগনায় ২৩৪ ও ২১৩, মুর্শিদাবাদে ৫৮ ও ৮৩ এবং নদিয়ায় ১২৭ ও ১০৫ জন।

Share.
Leave A Reply

Exit mobile version