কলকাতা ব্যুরো: রাজ্যের করোনা পরিস্থিতি লাগাতার ষষ্ঠ সপ্তাহেও স্থিতিশীল। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। দুই জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই। কলকাতায় ৬৯২, উত্তর ২৪ পরগনায় ৬৮৪। সংক্রমণ মুক্তের সংখ্যা তুলনায় বেশ কম। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৫১৬ ও উত্তর ২৪ পরগনায় ৪৪৪। কলকাতায় এই সময়ে মৃতের সংখ্যা কিছুটা কম বটে, কিন্তু উত্তর ২৪ পরগনায় বেশ উদ্বেগজনক। একদিনে ১৯ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যে আগের দিনের চেয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমেছে মাত্র ৬। শুক্রবারের পরিসংখ্যানে একদিনে আক্রান্ত ৩,১৯০। সংক্রমণ মুক্তিও কমে গিয়েছে। আগের দিনের পরিসংখ্যান ছিল ৩,০১৪। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা হয়েছে ২,৯৭৮। দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা টেস্ট হয়েছে। একদিনে ১৪ লক্ষের ওপর।
গত বুধবার ৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই টেস্ট অনেক বেশি বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য রাজ্যে বাড়লেও পশ্চিমবঙ্গে কিন্তু করোনা টেস্টের গড় একই রয়ে গিয়েছে। শুক্রবার টেস্ট হয়েছে ৪৩,৮১৫ জনে। এদিন পর্যন্ত রাজ্যে করোনা টেস্ট হয়েছে মোট ৩০,১১৭৫৪ জনে।
এপর্যন্ত দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২,৪১,০৫৯। সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ২,১১,০২০। রাজ্যে দৈনিক মৃত্যুতে সেই স্থিতাবস্থাই রয়ে গিয়েছে। একদিনে করোনার বলি ৫৯। কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই মোট ২৫। এছাড়া হুগলিতে ৫, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া, এই দুই জেলার প্রত্যেকটিতে ৪, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, দুটিতেই ৩, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় ২ এবং ১ জন করে মৃত্যু নথিভুক্ত হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, নদিয়া ও পশ্চিম বর্ধমানে।
রাজ্যে মোট মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪৬৬৫। সুস্থতার হার এখন ৮৭.৫৪। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৫ ও সংক্রমণ মুক্ত ১১৯, হুগলিতে ১৭৮ ও ১৪২, দক্ষিণ ২৪ পরগনায় ২৫৭ ও ১৮৫ এবং নদিয়ায় ৯৪ ও ১১৭।
Previous Articleনবদূর্গা ও নবদূর্গার ভোগ
Next Article মৃত্যু কমলেও সংক্রমণে রাশ পড়েনি উত্তরে