কলকাতা ব্যুরো: কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে এক। দৈনিক মৃত্যুতেও রাশ মহানগরে। রাজ্যে সুস্থতার হার বাড়তে বাড়তে ৮৫.১৯। দেশের করোনা পরিস্থিতি যতই উদ্বেগজনক হোক না কেন, বাংলার সার্বিক সংক্রমণ ১২ দিন ধরে স্থিতিশীল।
অ্যাক্টিভ পজিটিভের সংখ্যাও কমেছে। সমস্ত প্যারামিটারেই পশ্চিমবঙ্গের জন্য স্বস্তির খবর। অস্বস্তি একটাই, সংক্রমণের হার কিছুতেই নিম্নমুখী হচ্ছে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আবার দুই ২৪ পরগনা, হাওড়া ও কলকাতার ভাইরাল লোড নিয়ে চিন্তিত। এই ৪ জেলায় সংক্রমণ কিছুটা কম মনে হলেও দৈনিক মৃত্যুর গড়ে তেমন রাশ নেই।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫২। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ১০ ও হাওড়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে কলকাতায় মৃতের সংখ্যা ৮, দক্ষিণ ২৪ পরগনায় ৫। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩,০৮৭। শনিবারের সংখ্যার কাছাকাছি। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,২০৭ জন। ফলে রাজ্যে রবিবার পর্যন্ত করোনা মোট সংখ্যা হল ১,৮০,৭২৮ আর মোট সংক্রমণ মুক্ত ১,৫৪,০০৮ জন। মৃতের মোট সংখ্যা ৩,৫৬২। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ করোনা আক্রান্তদের তালিকায় ঢুকে গেলেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৪১ জন, সুস্থ হয়েছেন ৪০২ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫৯০, সুস্থ ৫৩৮। হাওড়ায় মৃত্যু বেশি, কিন্তু সংক্রমণ কম। একদিনে আক্রান্ত ১১৯, সুস্থ ২২৫। দক্ষিণ ২৪ পরগনায় ৩৯০ ও ২৬৭। হুগলিতে ২৯০ ও ৯২। হুগলিতে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরে মৃতের সংখ্যা ৩, পশ্চিম বর্ধমানে ২। ১ জন করে মৃত্যু নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।
Previous Articleবিভাস চক্রবর্তীর করোনা
Next Article দার্জিলিঙে গতি শ্লথ, সংক্রমণ নিয়ে চিন্তা জলপাইগুড়ি