কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণ আবার ৩ হাজারের ওপর উঠল বটে রাজ্যে, কিন্তু পরিস্থিতিটা স্থিতিশীলই। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৯৭৮। শনিবার সংখ্যাটা ৩,০৪২। ফারাক বলতে এটুকুই। মৃত্যু ও সংক্রমণে সেই স্থিতাবস্থাই বহাল রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। সংক্রমণ মুক্তের সংখ্যা ৩,২৪৮। শনিবার পর্যন্ত প্রায় ১১ দিন এই স্থিতাবস্থা বহাল রয়েছে রাজ্যে। সুস্থতার হার ক্রমশ বাড়তে থাকায় সংক্রমণ থেকে রেহাই পাওয়ার সংখ্যাটা দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শনিবার পর্যন্ত সংক্রমণ থেকে নিস্তার পেলেন মোট ১,৫০,৮০১ জন।
সুস্থতার হার আজ ৮৪.৮৬। আর মোট আক্রান্তের সংখ্যা শনিবার পর্যন্ত ১,৭৭,৭০১। মৃতের মোট সংখ্যা বেড়ে হল ৩,৫১০। মৃতের সংখ্যাটা বেশি এখনও কলকাতা লাগোয়া জেলাগুলিতেই। তাও বেশিরভাগই কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। যদিও সংক্রমণ আগের তুলনায় কম। তবে এখনই বলা যাচ্ছে না যে, রাজ্যে বা নির্দিষ্ট কোন জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৮, উত্তর ২৪ পরগনায় ১৪, হাওড়ায় ৬।
পশ্চিম মেদিনীপুরেও একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে পূর্ব মেদিনীপুরে মৃত্যু হয়েছে ৩ জনের। হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাগুলিতে ১ জন করে মৃত্যু হয়েছে। শনিবার করোনা টেস্ট হয়েছে ৪৫,৭৮১ জনের। ফলে রাজ্যে মোট ২১,১২,১৮৫ জনের করোনা পরীক্ষা হয়ে গেল।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন, সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৭৭ জন। উত্তর ২৪ পরগনায় ওই দুই পরিসংখ্যান হল যথাক্রমে ৫৯৯ ও ৪৭৩। দক্ষিণ ২৪ পরগনায় ২১৭ ও ১৭১, হাওড়ায় ১২২ ও ১৬৪, হুগলিতে ৯৬ ও ১৮৯, পশ্চিম মেদিনীপুরে ২৩৫ ও ৩৫৪, পূর্ব মেদিনীপুরে ১৮০ ও ১৯২, পূর্ব বর্ধমানে ৬৩ ও ৪৬, বাঁকুড়ায় ১৩৩ ও ৬৪, বীরভূম