কলকাতা ব্যুরো: পুজো আসছে। কেনাকাটায় ভিড় বাড়ছে। মেট্রোয় আরও যাত্রী। প্রতিফলন পড়ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিসংখ্যানে।
বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা ব্যাখ্যা মেলেনি, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। সেটা যদি সত্যি হয়, দুর্গোৎসব পার হলে আমাদের ভাগ্যে কী অপেক্ষা করে আছে কে জানে। ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বৃদ্ধি সত্যি হৃৎকম্প বাড়ানোর পক্ষে যথেষ্ট।
শনিবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৩১, রবিবার সেটা একলাফে হয়ে গেল ৭৬৫। উত্তর ২৪ পরগনায় ছিল ৬৪১, হয়ে গেল ৭৪১। রাজ্যেও বেড়েছে দৈনিক সংক্রমণ, কমেছে সুস্থতা। দৈনিক মৃত্যু আগের দিনের মতোই এক জায়গায় দাঁড়িয়ে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,৩৫৭, করোনামুক্ত ২,৯৮৬ ও মৃত্যু ৬২। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যুও অত্যন্ত উদ্বেগজনক। কলকাতায় মৃত্যু ১৭, উত্তর ২৪ পরগনায় ১৯ জনের।
কলকাতায় এই একদিনে সুস্থ হয়েছেন ৬২৭ জন, উত্তর ২৪ পরগনায় ৫৬২ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যার চেয়ে অনেক কম। অন্যান্য জেলাতেও প্রায় তাই। হাওড়ায় আক্রান্ত ১৮৯ ও ১৮৪, হুগলিতে ১৭২ ও ১৬৫, পশ্চিম মেদিনীপুরে ১৩২ ও ১৩৫, পশ্চিম বর্ধমানে ৭৮ ও ১২৮, পশ্চিম মেদিনীপুরে ৬৩ ও ১৪৯, নদিয়ায় ১১৪ ও ১০৭ এবং দক্ষিণ ২৪ পরগনায় ২০৩ ও ১৭৭ জন। তুলনায় হাওড়া ও হুগলিতে মৃত্যুও বেশি। একদিনে হাওড়ায় মৃত ৬, হুগলিতে ৫ জন। এছাড়া ২ জন করে মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে ও পশ্চিম মেদিনীপুরে। ১ জন করে মৃত্যু হয়েছে নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

Share.
Leave A Reply

Exit mobile version