কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। পরিসংখ্যান দেখে অবিশ্বাস্য মনে হতে পারে।
দার্জিলিং বাদে উত্তরবঙ্গের বাকি সব জেলায় সংক্রমণ একধাক্কায় অনেক নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কোচবিহারে আক্রান্তের সংখ্যা ৫১। আলিপুরদুয়ারে আরও কম, ৩৪। সবচেয়ে কম জলপাইগুড়িতে। এই জেলা ধারাবাহিক ভাবে দীর্ঘদিন উদ্বেগের কেন্দ্রে ছিল।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা নেমে হয়েছে ১০। উত্তর দিনাজপুরে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৫ জন, দক্ষিণ দিনাজপুরে সংখ্যাটা ৩৪ আর মালদহে ৩৪। শুধু দার্জিলিং জেলায় সোমবারও আক্রান্তের সংখ্যা একদম ১০০ ছুঁয়ে আছে। উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩। একজন দার্জিলিং জেলার, অন্য ২ জন উত্তর দিনাজপুরের।
Previous Articleরাজ্যে সংক্রমণ ও সুস্থতা সমান সমান
Next Article আজ কঙ্গনার অফিস ভাঙবে পুরসভা!