কলকাতা ব্যুরো: হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গই এখন দুশ্চিন্তার কারণ। ডুয়ার্স, তরাই ও পাহাড়ে সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। বরং কোচবিহার ও আলিপুরদুয়ারে বেলাগাম হতে চলেছে বলে মনে হচ্ছে। তুলনায় অনেকটা ভালো অবস্থা
গৌড়বঙ্গ ও লাগোয়া এলাকায়। গত ২৪ ঘণ্টায় শুধু আলিপুরদুয়ারেই ৩ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়িতে ২ জন। উত্তর দিনাজপুরের ১। শিলিগুড়িতে আরো ১ জন মারা গিয়েছেন। শোনা যাচ্ছে, তিনি স্থানীয় বাসিন্দা নন।
আলিপুরদুয়ারে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৪ জন, কোচবিহারে ১১২, দার্জিলিং জেলায় ৯০ ও জলপাইগুড়িতে ৮৪ জন। এছাড়া কালিম্পংয়ে ৪, উত্তর দিনাজপুরে ২২, দক্ষিণ দিনাজপুরে ৩৫ ও মালদহে ২৯ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
Previous Articleসংক্রমণ ও মৃত্যু থিতু, রাজ্যে আশার আলো করোনা নিয়ন্ত্রণে
Next Article মাদকে প্রভাবশালী যোগ!