কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি একইরকম। মৃত দুজনেই দার্জিলিংয়ের। করোনা আক্রান্তের পরিসংখ্যানে এগিয়ে মালদহ। মালদহে ৯৮, কোচবিহার ৯৪, জলপাইগুড়ি ৮৭, আলিপুরদুয়ার ৭৩, দক্ষিণ দিনাজপুর ৫৯, উত্তর দিনাজপুর ৩৫ ও দার্জিলিং জেলায় ৩০। ফলে সংক্রমণ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে উত্তরে।

Share.
Leave A Reply

Exit mobile version