কলকাতা ব্যুরো: আলিপুরদুয়ারে আজ করোনা আক্রান্তের দৈনিক সংখ্যায় কিছুটা লাগাম দেখা গেলেও জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা আবার ঊর্ধ্বমুখী। কোচবিহার অবশ্য স্থিতিশীল।
উত্তরবঙ্গের বাকি জেলাগুলির করোনা পরিস্থিতি অবশ্য স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। দার্জিলিং জেলায় ৯৪ জন, কোচবিহারে ৯৮ জন।
আলিপুরদুয়ারে আজ অনেকটা নেমে সংখ্যাটা হয়েছে ৪১। এছাড়া উত্তর দিনাজপুরে ২৮, দক্ষিণ দিনাজপুরে ২৮ ও মালদহে ৪৭ জন আক্রান্তের হদিস মিলেছে। উত্তরবঙ্গে আজ করোনার বলি ২। এঁদের একজন শিলিগুড়ির, অন্যজন আলিপুরদুয়ারের।

Share.
Leave A Reply

Exit mobile version