কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে কোচবিহার ও আলিপুরদুয়ার ছাড়া অন্য সব জেলায় গত ২৪ ঘণ্টায় আচমকা করোনা সংক্রমণ অত্যন্ত কম। অনেকটা অবিশ্বাস্য বলেও মনে হচ্ছে।
হঠাৎ এতগুলি জেলায় সংক্রমণের পরিসংখ্যানে এমন পতনের কোন ব্যাখ্যা অবশ্য মেলেনি। অন্যদিকে, মৃত্যুও কিন্তু কম নয়। উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের ৩ জনই কোচবিহারের। কালিম্পং জেলার ২ জনের মৃত্যু হয়েছে। অন্য এক মৃত জলপাইগুড়ি জেলার।
সংক্রমণ উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কোচবিহারে। ১০৭ জন আক্রান্ত।এর পরের স্থান আলিপুরদুয়ারের। ৯৪ জন করোনা পজিটিভের খোঁজ মিলেছে।
জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় এই পরিসংখ্যান অনেকটা কম। দুটো জেলাতেই আক্রান্তের সংখ্যা ৩২। দক্ষিণ দিনাজপুরে সংখ্যাটা ৮, মালদহে ১১ ও উত্তর দিনাজপুরে ৫৮ জন।

Share.
Leave A Reply

Exit mobile version