কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে করোনা সংক্রমণে রাশ পড়লেও কোচবিহারের পরিস্থিতি অপরিবর্তিত। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৬। দার্জিলিং ও মালদহ জেলায় দৈনিক সংক্রমণ কমেছে। দার্জিলিংয়ে ৩০, মালদহে ৬৯।
জলপাইগুড়িতে কিন্তু এখনও তেমন কমার লক্ষ্মণ নেই। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ পাওয়া গিয়েছে ৮২ জন। বাকি জেলাগুলির পরিস্থিতি নিয়ন্ত্রণে। আলিপুরদুয়ারে ৪২, উত্তর দিনাজপুরে ৩১ ও দক্ষিণ দিনাজপুরে ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে শিলিগুড়ির ২ জন, আলিপুরদুয়ারের ১, কোচবিহারের ১, উত্তর দিনাজপুরের ১ জন।

Share.
Leave A Reply

Exit mobile version