কলকাতা ব্যুরো: করোনা ভাইরাসের কাণ্ডকারখানা মোটেও বিশ্বাসযোগ্য নয়। উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি কিছুতেই স্থিতিশীল বলা যাবে না। গতকাল যে জেলার পরিসংখ্যানে মনে হয়েছে, এই তো সংক্রমণে রাশ টানা গিয়েছে। পরদিনই দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা আবার লাফিয়ে উঠছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আলিপুরদুয়ারে ১৬২, মালদহে ৯৪, কোচবিহারে ৮৪, দক্ষিণ দিনাজপুরে ৮১, জলপাইগুড়িতে ৭৫, দার্জিলিং জেলায় ৬৭ ও উত্তর দিনাজপুরে ৪৯। মৃত্যুর সংখ্যা উত্তরবঙ্গে গত ২৪ ঘণ্টায় ২। ১ জন জলপাইগুড়ির, অন্যজন দক্ষিণ দিনাজপুরের।
Previous Articleচিনকে রুখতে এখনই লাদাখে সেনার শীতের প্রস্তুতি শুরু
Next Article পাকিস্তান – চিনকে টক্কর দিতে শীতে আশীর্বাদ অটল টানেল