কলকাতা ব্যুরো: এককথায় ভয়ঙ্কর উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি। কার্যত লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ। উত্তরবঙ্গে চারটি জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা শতাধিক।
জলপাইগুড়িতে আবার দুশোর কাছাকাছি (১৮০)। কোচবিহারে আক্রান্তের সংখ্যা ১১৬, দক্ষিণ দিনাজপুরে ১১৪, মালদহে ১০৪, আলিপুরদুয়ারে ৫৯ ও উত্তর দিনাজপুরে ২৮। মৃত্যু তুলনায় অনেক বেশি।
উত্তরবঙ্গে ৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর মধ্যে দার্জিলিং জেলার ৩, কোচবিহারের ২, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ির ১ জন। বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্যবিধি পালনে চরম উদাসীনতা, অনীহা এবং কোন সতর্কতামূলক ব্যবস্থা ছাড়া ব্যাপক হারে পুজোর শপিংয়ের ফলে করোনা গ্রাফ আচমকা ঊর্ধ্বমুখী। সাবধান না হলে এই প্রবণতা বাড়তেই থাকবে।
Previous Articleসংক্রমনের গতি বাড়ল রাজ্যে, দেশের জন্য স্বস্তির খবর
Next Article আজকের সোনা – রুপোর দর