কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে আজ আবার করোনায় মৃত বেড়ে ৬ হল। শুধু দার্জিলিং জেলাতেই ৪ জন মারা গিয়েছেন। এছাড়া আলিপুরদুয়ারের ১ ও জলপাইগুড়ির ১ জন। আক্রান্তের পরিসংখ্যান হল, কোচবিহারে ৮১, আলিপুরদুয়ারে ৬২, জলপাইগুড়িতে ৬০, মালদহে ৪১, দার্জিলিং জেলায় ৩৪ ও দক্ষিণ দিনাজপুরে ২৮ জন।
Previous Articleউত্তর প্রদেশে গণ ধর্ষণ মৃত্যুতে ফের বাড়ছে উত্তাপ
Next Article আজকের সোনা – রুপোর দর