কলকাতা ব্যুরো: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্সিজেনের সরবরাহ নিয়ে আলোচনা করতে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে শনিবার ভিডিও বৈঠক করেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজিব গৌরা। এরাজ্যে তরফে স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ ছাড়াও প্রশাসনিক কর্তারা ওই বৈঠকে হাজির ছিলেন।

দেশের ১২ টি রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে ক্যাবিনেট সচিব অক্সিজেনের সরবরাহ ও যোগানের পরিস্থিতি নিয়ে খোঁজখবর করেন। রাজ্যের তরফে দাবি করা হয়েছে, এ রাজ্যে চিকিৎসার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সচিব। রাজ্যে যেভাবে বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে তার প্রশংসা করেছে কেন্দ্র।

রাজ্যের বক্তব্য, ১২ হাজারের বেশি করোনা রোগীর বেড রয়েছে রাজ্যের হাসপাতালগুলিতে। প্রতিটির সঙ্গেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রয়েছে। বর্তমানে অনেক বেড খালি রয়েছে বলেও জানানো হয়েছে কেন্দ্রকে। ওই বৈঠকে এরাজ্যে অক্সিজেন নিয়ে কোনো সমস্যা নেই, তাও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবকে।

Share.
Leave A Reply

Exit mobile version