কলকাতা ব্যুরো: গোটা বিশ্বকে যথেষ্ট উদ্বেগে রেখেই আবার নিজেদের দেশে লকডাউন ফিরিয়ে আনালো ফ্রান্স ও জার্মানি। বৃহস্পতিবার থেকেই জার্মানিতে লকডাউন শুরু করার কথা ঘোষণা করেছেন সেখানকার চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। কারণ করোনার দ্বিতীয় ঝড়ে রীতিমতো কাঁপছে ইউরোপের এই দেশ। আবার শুক্রবার থেকেই লকডাউনের পথে হাঁটছে ফ্রান্স।
ফ্রান্সে এখন দিনে ৩৬ হাজার করে রোগী করোনায় আক্রান্ত হচ্ছেন। যদিও জার্মানিতে এখনো খুব বেশি সংক্রমণ নেই। কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগেভাগে সতর্কতাঃ হিসেবেই লকডাউনের রাস্তায় হাঁটছে জার্মানি।
এই দুই দেশে লকডাউন শুরু হয়ে যাওয়ায় তার বড় আর্থিক প্রভাব সারা বিশ্বে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও করোনা সংক্রমণ নিয়ে জার্মান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলছেন, লকডাউন ছাড়া করোনা ঠেকানোর কোন উপায় নেই। তাই বাধ্য হয়ে এ পথে হাঁটতে হচ্ছে। ফলে এখন ইউরোপের এই দুই দেশের নাগরিকরা দিনে মাত্র এক ঘন্টার জন্য বাইরে বেরোতে পারবেন। খুব প্রয়োজন এবং মেডিকেল ইমার্জেন্সি হলে তার যথোপযুক্ত প্রমাণ দিয়ে বাইরে বেরোতে হবে নাগরিকদের। প্রয়োজনে পুলিশ নাগরিকদের বাইরে বেরোনোর কারণ জিজ্ঞাসাবাদ করবে। জার্মানি আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন এর কথা ঘোষণা করলেও, ফ্রান্স এখনো কতদিন লকডাউন থাকবে সে ব্যাপারে কিছু জানায় নি।