কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণে বিশ্বে এক নম্বরে থাকার ৪৪ দিন এবং বিশ্বে সর্বোচ্চ সংখ্যা থাকার ১৮ দিনের মাথায় ভারতে সুসংবাদ বলতে দৈনিক সুস্থতা ছাড়িয়ে গেল একদিনের সংক্রমণকে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ মুক্তের সংখ্যাও লাখ ছুঁইছুঁই। সংখ্যাটা ৯৫,৮৮০। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৯.৮০। এইসময়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩,৩৩৭। আগের দিনের চেয়ে কম বটে, তবে সংখ্যাটা ৯০ হাজারের ওপরেই।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,২৭,৬৫৫ জন। এই সোয়া ৩ লাখের মধ্যে ভারতেই প্রায় ১ লক্ষ। সুস্থতা বাড়লেও উদ্বেগ না কাটার আরেকটি কারণ দৈনিক মৃত্যু বেড়ে যাওয়া। গত ২৪ ঘণ্টায় দেশে ১,২৪৭ জনের মৃত্যু ঘটেছে।

বিশ্বে এই একই সময়ে মৃতের সংখ্যা ৬,১৭১। এর মধ্যে ভারতেই প্রায় সোয়া ১ হাজার। দেশে শনিবারের পরিসংখ্যানে করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন ৫৩,০৮,১৫, সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ৪২,০৮,৪৩২। এপর্যন্ত দেশে মোট করোনার বলি ৮৫,৬১৯ জন।

Share.
Leave A Reply

Exit mobile version