কলকাতা ব্যুরো: দৈনিক এখন সংক্রমণ দেশে ৭৫ হাজারের নিচে। কিন্তু গুটিগুটি পায়ে মোট সংক্রমণ ৭০ লক্ষ পার হয়ে দেশে। মোট সংক্রমণে ভারত ক্রমেই আমেরিকার কাছাকাছি হচ্ছে। দৈনিক আমেরিকার চেয়ে প্রায় দ্বিগুণ সংক্রমণ ঘটছে ভারতে। এদেশে রবিবারের পরিসংখ্যানে মোট আক্রান্তের সংখ্যা ৭০,৫৩,৮০৭। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ পাওয়া গিয়েছে আরও ৭৪,৩৮৩ জন।

বিশ্বে এই নিয়ে পরপর ৬৬ দিন দৈনিক সংক্রমণে ভারত বিশ্বে একনম্বরে থেকে গেল। মোট মৃতের সংখ্যা এখন দেশে ১,০৮,৩৩৪। মোট করোনামুক্ত ৬০,৭৭,৯৭৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯,১৫৪। সুস্থতার হার ৮৬.১৬।

Share.
Leave A Reply

Exit mobile version