কলকাতা ব্যুরো: লকডাউন শুরু হওয়ার দিন থেকে ধরলে ভারতে শুক্রবার পর্যন্ত ২০৭ দিন হয়ে গেল করোনাকাল। কিন্তু এই সংকটের মেঘ এখনও বহাল। বরং খুব শিগগিরই মোট করোনা আক্রান্তের সংখ্যায় ভারত বিশ্বে একনম্বর স্থানে পৌঁছে যাবে বলে মনে হচ্ছে।

শুক্রবার পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭৩,৭০,৪৬৮। ভারত অনেকদিন ধরে মোট সংক্রমণে দ্বিতীয় স্থানে আছে। প্রথম স্থানে আমেরিকা। শুক্রবার পর্যন্ত মার্কিন মুলুকে মোট আক্রান্তের সংখ্যা ৮০,১০,৪৪৩। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন উৎসবের মরশুমেই এই সাড়ে ৬ লক্ষের ফারাকটা ভারত ঘুচিয়ে ফেলবে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩,৩৭১ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে সংক্রমণের গতি সবচেয়ে বেশি। এখন দ্রুত সংক্রমণ বাড়ছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে। সুস্থতার হার ভালো বলে সংক্রমণ যতই হোক, মৃত্যু অন্যান্য দেশের তুলনায় কম ভারতে। গত একসপ্তাহ প্রায় লাগাতার দৈনিক মৃত্যু হাজারের নিচে থাকছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৯৫ । দেশে করোনার বলি মোট ১,১২,১৬১ জন। সুস্থতার হার শুক্রবারের পরিসংখ্যানে ৮৭.৬।

Share.
Leave A Reply

Exit mobile version