কলকাতা ব্যুরো: সংক্রমণ বাড়ল, সুস্থতা কমল। উদ্বেগ বাড়িয়ে বাড়ল দৈনিক মৃত্যুও। শুক্রবার পর্যন্ত টানা ৫০ দিন দৈনিক সংক্রমণে বিশ্বে এক নম্বরেই আছে ভারত। আর দৈনিক মৃত্যুতে লাগাতার ২৪ দিন বিশ্বে শীর্ষস্থান। ফলে স্বস্তির কোন কারণ এখনও নেই। ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভটাও শেষের পথে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। বাংলায় দুর্গোৎসব আসছে। সরকারি উদ্যোগেই স্পষ্ট, যতই স্বাস্থ্যবিধি মানার কথা বলা হোক, পুজোয় কিছু ভিড়ভাট্টা হবেই।
রাত জেগে প্যান্ডেল ঘোরাও চলবে। তাতে যে সংক্রমণ বেড়ে যেতে পারে, বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী নিজেই। ফলে দেশের যা করোনা পরিস্থিতি, তা আদৌ সুখকর নয়। গত ২৪ ঘণ্টায় আরও ৮৬,০৫২ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। দৈনিক সুস্থতা আবার আক্রান্তের সংখ্যার নিচে নেমে গেল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৮১,৯৭৭ জন। সুস্থতার হার এর ফলে দাঁড়াল ৮১.৭৪। অন্যদিকে, মৃত্যুহার ১.৫৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১,১২৯। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা পৌঁছে গেল ৯২,২৯০-এ। মোট আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ৫৮,৫৮,৫৭০ আর এই সময়ে সংক্রমণ মুক্ত হয়েছেন মোট ৪৭,৫৬,১০৫ জন।