কলকাতা ব্যুরো: রাজ্যে সুস্থতার হার ৯১ পার হয়ে গেল দীপাবলির রাতের আগেই। শনিবারের পরিসংখ্যানে এই হার ৯১.০৪। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি আগের মতোই। সংক্রমণ ও সুস্থতা ৮০০-র ওপরে। মৃত্যুও ১০-এর বেশি।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৩৬ জন, তবে সুস্থ আরও বেশি ৮৯৫ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৮২০, সুস্থ ৮৩৭ ও মৃত ১৩ জন। রাজ্যে সামগ্রিক আক্রান্তের সংখ্যা অবশ্য আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা ৩,৮২৩, সুস্থ হয়েছেন ৪,৪৭৯ জন। দৈনিক সুস্থের সংখ্যা রোজ বাড়ছে। অ্যাক্টিভ পজিটিভ আরও কমে হয়েছে ৩০,৭৯২। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫, পশ্চিম মেদিনীপুরে ৪, পূর্ব বর্ধমানে ৩, মুর্শিদাবাদে ৩, দক্ষিণ ২৪ পরগনায় ২, হুগলিতে ২, পশ্চিম বর্ধমানে ১, বাঁকুড়ায় ১, বীরভূমে ১ ও নদিয়ায় ১ জন।
রাজ্যে সামগ্রিক ভাবে দৈনিক মৃত্যু অবশ্য আবার ৫০-এর ওপরে উঠেছে (৫৩)। রাজ্যে শনিবার পর্যন্ত মোট আক্রান্ত ৪,২৮,৪৯৮ জন, মোট করোনামুক্ত ৩,৯০,০৯৬ জন। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮, সুস্থ ২৪৬, পশ্চিম মেদিনীপুরে এই দুই সংখ্যা যথাক্রমে ১৫৮ ও ২১৬, পূর্ব বর্ধমানে ৯০ ও ১৩৩, মুর্শিদাবাদে ৪৭ ও ৮৩, দক্ষিণ ২৪ পরগনায় ২২৮ ও ২৫৪ এবং হুগলিতে ২৯৩ ও ২৬৮।

Share.
Leave A Reply

Exit mobile version