কলকাতা ব্যুরো: দীপাবলির পরদিন সকালে বায়ুদূষণের সূচকে দিল্লির বেহাল অবস্থা। ফলে ফুসফুস জনিত কষ্টে যাঁরা ভুগছেন, তাঁদের সংকট এমনিতেই বাড়ল। এইধরনের লোকেদের করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে গেল। দিল্লিতে এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে আরও বেশি বেড দরকার হবে বলে কেজরিওয়াল সরকার মনে করছে।
সেজন্য মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। তার আগেই অবশ্য রবিবার ছুটির দিনেও পরিস্থিতি পর্যালোচনা করেছেন অমিত শা। দিল্লির এই পরিস্থিতি সত্ত্বেও করোনা সংক্রমণ কিন্তু ধীরে ধীরে কমছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৪১,১০০। এইসময়ে করোনামুক্তের সংখ্যা ৪২,১৫৬।
পরপর ছয়দিন অ্যাক্টিভ পজিটিভের সংখ্যাও ৫ লক্ষের নীচে। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন অ্যাক্টিভ পজিটিভ ৪,৭৯,২১৬ জন। এই সংখ্যা মোট সংক্রামিতের ৫.৪৪ শতাংশ। দৈনিক মৃত্যু গত ২৪ ঘণ্টায় ৫০০-র নীচে নেমে হয়েছে ৪৪৭। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১,২৯,৬৩৫ জন। মোট আক্রান্ত ৮৮,১৪,৫৭৯। মোট করোনামুক্ত ৮২,০৫,৭২৮ জন। অন্যদিকে, খারাপ খবর হল, বিশেষজ্ঞরা ৫ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া ও ডায়েরিয়া হলে সতর্কতা জারি করছেন। তাঁদের বক্তব্য, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ে।