কলকাতা ব্যুরো: উৎসবের মরসুমে দেশে ফের করোনা হানার আশঙ্কা য় আগাম সতর্ক থাকার জন্য দেশবাসীকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। রবিবার তিনি এ ব্যাপারে শুধু রাজ্যগুলি নয়, একেবারে আমজনতাকে নিজেদের সতর্ক রাখার জন্য অনুরোধ করলেন। তার বক্তব্য, প্রতিটি মানুষেরই দায়িত্ব আছে, নিজের নিজের পর্যায়ে ব্যক্তিগত, সামাজিক, স্থানীয় এবং অফিস -যে যে ক্ষেত্রে নিজেকে যুক্ত রেখেছেন, তাকে সে দিক দিয়েই সতর্ক থাকতে হবে। কারণ দেশে করোনা সংক্রমনের নবম মাসে, উৎসবের মরসুমে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এক্ষেত্রে কেরলের ওনাম উৎসব ভারতবাসীকে যথেষ্ট দুশ্চিন্তার কারণ তৈরি করে দিয়েছে বলে মনে করেন চিকিৎসকরা। করোনা সংক্রমনের প্রথমদিকে কেরলে তার প্রভাব থাকলেও, দ্রুত তাকে নিয়ন্ত্রণ করেছিল কেরল সরকার এবং সেখানকার নাগরিকদের সচেতনতা। কিন্তু সম্প্রতি সেখানকার ওনাম উৎসবে মানুষের মেলামেশাই সংক্রমণ এখন দ্রুত বেড়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক হিসেব অনুযায়ী, ওনাম উৎসবের আগে যে পরিমাণ সংক্রমণ ছিল উৎসব শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই তা ১০৭ শতাংশ বেড়ে গিয়েছে। ফলে এই উদাহরণ দেশের স্বাস্থ্য মন্ত্রকের কাছে একটি চিন্তার বিষয়।

যদিও এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে সেই উদাহরণের দিকে না তাকিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, আগামী কিছুদিনের মধ্যে বিভিন্ন রাজ্যে যে উৎসবগুলি রয়েছে, সেখানে মানুষের মেলামেশা কম করতে রাজ্য সরকার গুলি কি কি উপায় বাতলেছে সেই প্রসঙ্গে আলোকপাত করেন। মহারাষ্ট্রে নবরাত্রী উৎসব রয়েছে। কিন্তু এবার সেখান গরবা এবং ডান্ডিয়া মহোৎসব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একইভাবে গুজরাটে এই উৎসবে নাচের অংশ বাদ রেখেছে সরকার।

এই মরসুমে সবচেয়ে বড় উৎসব এ রাজ্যে দূর্গা পূজার আয়োজন। রাজ্য নেমে পড়েছে প্রস্তুতিতে। বেশ কিছু ক্ষেত্রে বিধি নিষেধ জারি করা হয়েছে সরকার থেকে। একদিকে খোলা মন্ড প তৈরির যেমন পরামর্শ দেওয়া হয়েছে উদ্যোক্তাদের, তেমনই ভিড় যাতে মণ্ডপে না হয় তা দেখার কথা বলা হয়েছে। আবার দুর্গাপুজোর রীতি অনুযায়ী পুষ্পাঞ্জলী সিঁদুর খেলা বা প্রসাদ বিতরণের ক্ষেত্রে এবার বড় করে আয়োজন করা যাবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের এই সতর্কতায় সন্তুষ্ট হলেও নাগরিকদের সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিচ্ছে কেন্দ্র।

গত কয়েক বছর ধরে উৎসবের শেষে যেমন রেড রোডে কার্নিভালের আয়োজন করা হচ্ছিল, এবার তা থেকেও বিরত থাকছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন রাজ্যে পুজোর উদ্যোক্তাদের সংক্রমণ না ছড়ানোর ক্ষেত্রে যত বেশি সতর্ক থাকা যায় সেই অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version